প্রকৃতির কি বিশেষ অনুভূতি আছে? প্রকৃতি কি নিজেকে রক্ষার জন্য মাঝেমধ্যে শক্ত কোনো পদক্ষেপ নিতে পারে? ১০ হাজার বছর আগের কথা চিন্তা করে দেখুন একবার। তখন এই প্রকৃতিজগতে একটি শুয়োপোকার যেই প্রভাব ছিল, মানবজাতির তার চেয়ে বেশি প্রভাব ছিল না। ঐ সময় দুনিয়ায় মানুষ ছিল দশমিক ১ শতাংশ আর বন্যপ্রাণ ছিল ৯৯ দশমিক ৯৯ ভাগ। আজ মানুষ হয়েছে ৩২ ভাগ, গবাদি প্রাণিসম্পদ ৬৭ ভাগ আর বন্যপ্রাণী মাত্র এক ভাগ! দুনিয়া জুড়ে নির্দয়ভাবে উধাও হয়েছে বন্যপ্রাণী। প্রকৃতির বৃহত্ একটি অংশকে উচ্ছেদ করে নিজের বসতি গড়েছে মানুষ। প্রকৃতিতে এক মানুষ ছাড়া আর সব প্রজাতির বিচরণস্থল ও তাদের বিকাশের পথ ক্রমশ আটকে দেওয়া হয়েছে। সভ্যতা গড়ার নামে মানুষ নষ্ট করে দিয়েছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র। শিল্পবিপ্লবের পর থেকে এত বেশি পরিমাণে কার্বন নিঃসারণ করেছে যে, জলবায়ু পরিবর্তন এখন পুরো পৃথিবীকে খাদের কিনারে নিয়ে গেছে।