লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে চলে আসেন, পালিয়ে বেড়াবেন না
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০, ১৩:২৮
মানুষ এখন হাত পরিষ্কার রাখছে। এই অভ্যাসটা আমাদের থেকে যাবে। ডায়রিয়া হলে ওরস্যালাইন খাওয়ার কথা এখন আর কাউকে বলে দিতে হয় না। একজন রিকশাচালকও ডায়রিয়া হলে চট করে স্যালাইন খেয়ে নেন। আমাদের দেশের মানুষকে স্যালাইনকে খাওয়ানো শেখাতে আমাদের অনেক সময় লেগেছে।