মেঘডুবি থেকে ছাড়া পেলেন ৩৬ ইতালিফেরত

আরটিভি প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ১৫:২৯

গাজীপুর মহানগরের মেঘডুবি মা ও শিশুকল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টিনে থাকা ৩৬ ইতালি প্রবাসীকে ছাড়পত্র দেয়া হয়েছে।ছাড়পত্র পেয়ে স্বজনদের সঙ্গে নিজ নিজ বাসায় ফিরে গেছেন তারা। বাড়ি ফিরে সমস্যা এড়াতে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে সনদ দেয়া হয়েছে ।এস. এম তরিকুল ইসলাম, জেলা প্রশাসক জানান, গাজীপুর গেল ১৪ মার্চ ইতালিফেরত ৪৪ জন বাংলাদেশি ইতালি প্রবাসীকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের পূবাইল এলাকার ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টিনে রাখা হয় ।এদের মধ্যে দেহে লক্ষণীয় মাত্রায় জ্বর থাকায় দুই দফায় ১৪ ও ১৫ মার্চ আটজনকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানী উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় পাঠানো ওই আটজনের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় একজনের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টিনে থাকা ৩৬ জনকে ১৬ দিন পর আজ ছাড়পত্র দেয়া হয়েছে ।গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, চিকিৎসকসহ সকলের সার্বিক সহযোগিতায় কোয়ারেন্টিন সফলভাবে সম্পন্ন হয়েছে। গাজীপুরে বিদেশফেরত ১৫৪৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫৮ জন ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us