মহামারিতে মৃত্য হয়েছিল রশিদ খানদের গুরুর

প্রথম আলো প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ০৮:০০

২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিস্ময় জাগিয়েছিলেন মুজীব-উর-রহমান। নামের পাশে লেখা লেগ স্পিনার। কিন্তু বল উইকেটে পড়ার পর বিশাল বিশাল সব বাঁক নিয়ে ডানহাতি ব্যাটসম্যানের ভেতরের ঢোকার চেষ্টা করছে। লেগ স্পিনার ট্যাগটা খসে পড়তে বেশি দিন লাগেনি। মাঝে কিছুদিন রহস্য স্পিনার শব্দটাও ব্যবহার করা হয়েছে।তাঁর স্বদেশি রশিদ খানের গল্পটা আবার অমন নয়। তাঁর নামের পাশে থাকা লেগ স্পিনার ট্যাগটা খসেনি। এখন লেগ স্পিনই করেন। তবে তাঁর ছোড়া বলের অর্ধেকই ডানহাতি ব্যাটসম্যানের বাইরের দিকে না গিয়ে ভেতরে ঢোকার চেষ্টায় রত। রশিদ কিংবা মুজীব-দুজনেরই বল খেলাটা ব্যাটসম্যানের জন্য কঠিন। কারণ, উইকেটে পড়ার পর একজন স্পিনারের চেয়ে অস্বাভাবিক দ্রুতগতিতে বল ছোটাতে জানেন এ দুজন।বিশ্বজুড়ে টি-টোয়েন্টির জোয়ারে লেগ স্পিনারদের দাম বাড়ছে। সেটা অবশ্য প্রথাগত লেগ স্পিনারদের নয়। শেন ওয়ার্ন বা স্টুয়ার্ট ম্যাকগিলদের মতো বড় বড় বাঁক নেওয়াতে পারা স্পিনারদের দেখা আর মিলছে না। কারণ, সময়টা এখন গুগলির। সাধারণ গুগলি নয়। উইকেটে পড়ে দুরন্ত গতিতে স্টাম্পে ঢোকার মতো গুগলির। কারণ, আধুনিক ক্রিকেটে ব্যাটসম্যান–বান্ধব কন্ডিশনে বাড়তি চমকই একমাত্র অস্ত্র হয়ে উঠেছে। তাই বিশ্ব ক্রিকেটে আবারও ফিরে আসছে ‘গুগলি বোলার’দের দিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us