‘আমি একজন চিকিৎসক, আমার কিছু সার্জিক্যাল মাস্ক দরকার...’

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ২০:১৪

‘আমি একজন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আমার কিছু সার্জিক্যাল মাস্ক দরকার। প্লিজ হেল্প করেন।’মাস্ক চেয়ে এভাবেই মিনতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মমেক হাসপাতালের সার্জারি বিভাগের মেডিকেল অফিসার বিমল কুমার সাহা। শনিবার (২৮ মার্চ) দুপুরে ‌‌‘ময়মনসিংহ হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে এমন স্ট্যাটাস দেন তিনি। যেখানে তিন ঘণ্টায় ১৬ শ’র অধিক রিয়েকশন ও ১৭০ টি কমেন্ট পড়েছে।ডা. বিমল কুমারের ওই পোস্টের কমেন্ট বক্সে আব্দুল্লাহ আল-মাসুদ নামের একজন লিখেছেন, ‘বাহ, কি সোনার বাংলায় বসবাস করি। ডাক্তাররাও নাকি সার্জক্যাল মাস্ক এর জন্য অনলাইনে হাত পাতে। স্বাস্থ্যখাত এর মন্ত্রীরা কী করে বুঝি না।’এমন মন্তব্যে আরিফুর রহমান রাহাত নামের আরেক চিকিৎসক রিপ্লাই দিয়েছেন, ‘তাহলেই বোঝেন যারা আমরা চিকিৎসা দেই, আমরাই কতোটা ভুক্তভোগী...!!!’জুবায়ের আহমেদ নামের আরেকজন মন্তব্য করেছেন ‘ ডাক্তাররা যখন সার্জিক্যাল মাস্ক খুঁজে! দুঃখজনক’!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us