করোনায় পোশাক খাতের ক্ষতি ২.৭৯ বিলিয়ন ডলার

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৯:২৯

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ৮৫৭ দশমিক ৪৭ মিলিয়ন পিস অর্ডার বাতিল ও স্থগিত হয়েছে। যার বাজারমূল্য ২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার।শনিবার (২৮ মার্চ) বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বিজিএমইএ'র পরিচালক আসিফ ইব্রাহিম।তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৫টা পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালিসহ অধিকাংশ দেশে ১০০৮টি কারখানার ৮৫৭ দশমিক ৪৭ মিলিয়ন পিস অর্ডার বাতিল ও স্থগিত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ২ দশমিক ৭৯বিলিয়ন ডলার ইউএস ডলার। এসব কারখানাগুলোতে ২ লাখ ২ হাজার শ্রমিক রয়েছেন।এ ছাড়া আর্থিক সংকটের কারণে গত ১৪ মাসে (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত) বিজিএমইএ'র সদস্যভুক্ত ১০৬টি কারখানা বন্ধ হয়ে গেছে।গত বছরের তুলনায় এ বছরের ১৮ মার্চ তৈরি পোশাক রফতানি কমেছে ৪১ দশমিক ৮৪ শতাংশ। আগের বছরের তুলনায় এ বছরের ১৯ মার্চ কমেছে ১২ দশমিক ২ শতাংশ। আগের বছরের তুলনায় এ বছরের ২০ মার্চ রফতানি কমেছে ৪৪ দশমিক ১৫ শতাংশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us