মনিরামপুরের তিন বৃদ্ধের বাড়ি গিয়ে ক্ষমা চাইলেন ইউএনও
প্রকাশিত: ২৮ মার্চ ২০২০, ১৭:১০
মাস্ক না পরায় যশোরের মনিরামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে সাজা পাওয়া তিন বৃদ্ধের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউএনও চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে আজ শনিবার দুপুরে ওই তিনজনের বাড়িতে যান। এ সময় প্রধানমন্ত্রীর ‘জমি আছে বাড়ি নেই’ প্রকল্পের আওতায় ওই তিনজনকে তিনটি ঘর তৈরি করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন আহসান উল্লাহ শরিফী। পরে দুপুরে ইউএনও এনটিভি অনলাইনকে বলেন, ‘এটি একটি অমানবিক বিষয়। আমরা ঊর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে তাদের জন্য আপৎ