করোনা গুজব ও সরকারি ফরমান

ডয়েচ ভেল (জার্মানী) খালেদ মুহিউদ্দীন প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ২১:০৭

এখন কবির আর কষ্ট করে বোঝানোর দরকার নাই৷ লাইন মতো খবর পেতে বা খবরকে লাইনে রাখতে প্রায়ই আসছে নতুন নতুন ফরমান৷ সবশেষটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি৷ টেলিভিশনগুলোতে করোনা ভাইরাস সংক্রান্ত গুজব মনিটরিং করার জন্য তথ্য মন্ত্রণালয় তার ১০ উপসচিব এবং চার সরকারি সচিব এবং একজন সিস্টেম অ্যানালিস্টকে দায়িত্ব দিয়েছে৷ তাদের নাম ও পদবি বলে টিভি-২ শাখা থেকে ২৪ মার্চ জারি করা চিঠির শেষে বলা হয়েছে কোনো বেসরকারি টিভিতে করোনা ভাইরাস সংক্রান্ত গুজব চলছে দেখা গেলে তা বন্ধ করতে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে সাথে সাথে জানানোর জন্য ওই ১৫ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে৷ এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে৷ একজন পেশাদার হিসেবে আমি তথ্য মন্ত্রণালয়ের কাছে এর জবাব দাবি করি৷ খালেদ মুহিউদ্দীন, প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগ এক: কোন সংবাদের ভিত্তিতে মনে হলো যে, বেসরকারি টিভিগুলো করোনার গুজব ছড়ায়? দুই: গুজব প্রতিরোধে কমিটির সদস্যদের গুজব যাচাই করার জন্য কোন টুল ব্যবহার করবেন? এই প্রশিক্ষণ তারা কোন কারিকুলামে পেয়েছেন? তিন: করোনা ভাইরাস বিষয়ে গুজব নিয়েই তারা কেন কাজ করবেন? দায়িত্বশীলদের কাছ থেকে অজস্র তথ্য পাওয়া যায়, টিভিগুলো তা প্রচারও করে; সেসব প্রতিরোধক কমিটি কেন করা হবে না?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us