আসামিদের সুরক্ষায় পুলিশের জীবাণুনাশক স্প্রে

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৭:৪৭

দিনাজপুর কোতোয়ালি থানার সামনে পুলিশের একটি গাড়ি অপেক্ষা করছে চার আসামিকে আদালতে নিয়ে যাওয়ার জন্য। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৩টা ৫৪ মিনিটে থানা থেকে আসামিদের নিয়ে আসা হয় গাড়ির সামনে। গাড়িতে ওঠানোর আগেই তাদের শরীরে, হাতে-পায়ে স্প্রে করা হয় জীবাণুনাশক। প্রত্যেক আসামির শরীরে ভালভাবে স্প্রে করার পরই তাদেরকে উঠানো হয় গাড়িতে। জানা গেছে, আদালতে নিয়ে যাওয়া ওই চার জনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। স্প্রে করার দায়িত্বে থাকা একজন কনস্টেবল, বোতলের মধ্যে স্যাভলন বা ডেটল, পানি ছাড়াও অন্যান্য কিছু জীবাণুনাশক রয়েছে। এসব স্প্রে করা হচ্ছে যাতে করে আসামিরাও করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকে। তাছাড়া আসামিদের আদালতে ব্যবহৃত যে গাড়িটি রয়েছে সেটিও যাতে জীবানুমুক্ত থাকে।জানতে চাওয়া হলে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদবলেন, একজন আসামিকেও সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব। এখন করোনা নিয়ে সবাই সচেতন। এই আসামিদের রাতে আটক করা হয়েছে, কাদের সঙ্গে মিশেছে সেটা বলা অসম্ভব। আবার তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে, তারাও অনেকের সঙ্গে মিশবে। যাতে করে তাদের শরীরে কোনও ধরনের ভাইরাস উপস্থিত না থাকতে পারে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আসামির ক্ষেত্রেই এটি করা হচ্ছে বলে জানান তিনি।এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দিনাজপুরের বিভিন্ন রাস্তা, অলি-গলিতে জীবাণুনাশক স্প্রে করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। সকাল থেকেই জেলা শহরসহ ১৩টি উপজেলায় ৩টি ইউনিটে বিভক্ত হয়ে টহল দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। মাঠে রয়েছে র্যা ব ও পুলিশ। তারা হ্যান্ড মাইকে ঘোষণারপাশাপাশি রাস্তাঘাটে অযথা চলাচলকারীদের বাড়িতে যাওয়ার আহ্বান জানিয়েছেন।সকাল থেকেই এমন অবস্থায় জেলা শহরের রাস্তাঘাটগুলো একেবারেই ফাকা, সুনশান নীরবতা বিরাজ করছে পুরো শহরজুড়ে।দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করতে জেলায় গত কয়েকদিন ধরেই পুলিশ কাজ করছে। সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি সচেতনাতমূলক গান পরিবেশিত হচ্ছে। এছাড়াও প্রতিটি থানা, পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন্স কিংবা পুলিশ ফাঁড়িগুলোতে বাহির থেকে যাওয়া গাড়িগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us