এখনো বিপদমুক্ত নন, জানালেন করোনায় আক্রান্ত ওয়াসফিয়া

প্রথম আলো প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১২:১০

হিমালয় পর্বতে কোথাও কোথাও রয়েছে ভয়ংকর মৃত্যু–অঞ্চল। করোনাভাইরাসের বিরুদ্ধে শারীরিক লড়াইকে তার সঙ্গেই তুলনা করলেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ওয়াসফিয়া লিখেছেন, তিনি এখনো করোনাভাইরাসের বিপৎসীমা পার হতে পারেননি। তাঁর শরীর প্রতি ঘণ্টায় লড়াই করছে, যা আগে কখনো করতে হয়নি। এটা যেন হিমালয়ের মৃত্যু–অঞ্চলে লড়াই করার মতোই।২১ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা ওয়াসফিয়া। ওই সময় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন। করোনাভাইরাসে আক্রান্তের খবর জেনে অনেকেই তাঁকে বার্তা দিয়েছেন। বিষয়টি ফেসবুকে উল্লেখ করে ওয়াসফিয়া লিখেছেন, ‘অনেকের আন্তরিক বার্তায় আমরা অভিভূত, আপনার প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। দয়া করে চিন্তা করবেন না। এ মুহূর্তে উত্তর দিতে পারছি না কারণ সব শক্তি দিয়ে এ ভাইরাস থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। স্পষ্টতই, আমি সবচেয়ে খারাপ শারীরিক অবস্থার মধ্যে রয়েছি।’ ওয়াসফিয়া লিখেছেন, ‘দয়া করে বুদ্ধিমান থাকুন, শান্ত থাকুন, নিজের যত্ন নিন, ঘটনাগুলো জানুন, স্বচ্ছ, এবং একে অপরের ও আপনার সম্প্রদায়ের ওপর সদয় হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us