বৈশ্বিক আইন অঙ্গনেও বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’ আজ ইতিবাচক আলোচনার বিষয়। জাতির জনক বঙ্গবন্ধুর অপ্রতিরোধ্য অঙ্গীকারে ১৯৭৩ সালে প্রণীত দেশীয় আইনে গঠিত বিচারিক ফোরামে এই প্রকৃতির বর্বর অপরাধের বিচার ভবিষ্যতে বিশ্বের যেকোনো ভূখণ্ডে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন প্রতিরোধে ভূমিকা রাখবে। লিখেছেন এম ইনায়েতুর রহিম।