করোনার সংক্রমণ রোধে শিল্পমন্ত্রণালয়ের উদ্যোগ-২ | শেয়ার বিজ

শেয়ার বিজ প্রকাশিত: ২৫ মার্চ ২০২০, ০০:২৫

করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে কর্মক্ষেত্রের পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর অংশ হিসেবে নিয়মিত বিরতিতে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, আইইডিসিআরের নির্দেশিত পন্থায় হাঁচি-কাশি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকার পাশাপাশি জনসমাগম পরিহার করতে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর বা সংস্থা, মাঠপর্যায়ের আঞ্চলিক অফিস, জেলা অফিস, শিল্পনগরী কার্যালয়, শিল্প-কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সব কার্যালয়, শিল্প-কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। সংক্রমণ প্রতিরোধে সাময়িকভাবে বায়োমেট্রিক হাজীরা পদ্ধতি স্থগিত করা হয়েছে। এর অংশ হিসেবে বিসিক শিল্পনগরীগুলোয় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া শিল্পনগরীগুলোর প্রধান ফটক ও দর্শনযোগ্য স্থানে করোনার ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যবিধিবিষয়ক সচেতনতামূলক ব্যানার টাঙানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us