চিপ বানানো বন্ধ করলো শাওমি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ২০:৩৪

চিপসেট বানানো বন্ধ করলো শাওমি। আইএএনএস জানায়, ২০১৭ সালে শাওমির নিজস্ব কারখানায় সার্জ এস১ প্রসেসর বানানো শুরু করে। চিপটি বানানোর মাধ্যমে শাওমি টেক জগতের এলিট প্রতিষ্ঠান স্যামসাং, হুয়াওয়ের তালিকায় নিজের নাম লেখায়।তবে পরবর্তী সময়ে এই প্রসেসরটি সম্পর্কে শাওমি থেকে কিছু জানানো হয়নি। সম্প্রতি গিজমো চায়না জানায়, তারা প্রসেসর তৈরির কাজ থেকে সরে আসছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, শাওমি বর্তমানে অন্য প্রজেক্টের দিকে মনোযোগী হচ্ছে। সেই প্রজেক্টগুলো প্রসেসর বানানোর মতো এতোটা ব্যয়বহুল নয়। ছোটো ছোটো এই প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ব্লুটুথ, আরএফ চিপ ও অন্যান্য যন্ত্রাংশ।উল্লেখ্য, শাওমির সার্জ এস১ চিপসেটের আকার ছিল ২৮ ন্যানোমিটার যা এআরএম হার্ডওয়্যার ফিচারড। এতে ছিল এইট কর্টেক্স-এ৫৩ কোর এবং কোয়াড-কোর মেইল-টি৮৬০
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us