পুরোপুরি ‘আইসোলেশনে’ ঢাকা বিশ্ববিদ্যালয়

যুগান্তর প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ১৯:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় করোনাভাইরাসের বিস্তাররোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার থেকে পুরোপুরি 'আইসোলেসন' নিশ্চিত করেতে জিরো টলারেন্স নীতি নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী। সরেজমিন দেখা গেছে, করোনাভাইরাস সতর্কতায় উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ফুলার রোড হয়ে নীলক্ষেত মোড়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে বসানো হয়েছে ব্যারিকেড। যদিও গুরুত্ব বিশেষে ঢুকতে দেয়া হচ্ছে ভেতরে। বহিরাগত গাড়ি, লোকজনকেও ক্যাম্পাস এলাকা ব্যবহার না করার নির্দেশনা দেয়া হচ্ছে। এর আগে সোমবার রাতে ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ প্রবেশগেটে বাঁশের ব্যারিকেড দিয়ে তারা রাস্তাটি বন্ধ করে দেয়। এখন শুধু শাহবাগ মোড় ও কার্জন হল এলাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়া যাচ্ছে। তবে নীলক্ষেতের লোকজন পলাশী মোড় দিয়ে শহীদ মিনার হয়ে কার্জন হল অথবা শাহবাগ দিয়ে যাওয়া-আসা করতে পারবেন। এ ছাড়াও করোনাভাইরাসের বিস্তার রোধে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো। এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী যুগান্তরকে বলেন, আমাদের যে সামাজিক আইসোলেসন নীতি রয়েছে তা বাস্তবায়নের জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us