করোনাভাইরাস কি ইরানের বিরুদ্ধে ব্যবহৃত জৈব অস্ত্র?

যুগান্তর প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ২০:০৮

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা হিসেব করলে ইতালি এবং চীন এবং স্পেনের পরেই ইরানের অবস্থান। ইরানের কোম শহর হচ্ছে চীনের পর করোনাভাইরাসের দ্বিতীয় কেন্দ্রশহর। এ অবস্থা মোকাবেলায় ইরান সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে চলেছেন। তবে এর পরেও আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বেড়েই চলেছে। শুরু থেকেই করোনাভাইরাসকে ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দেশটির বিভিন্ন কর্মকর্তা দাবি করেছেন। এবার প্রাণঘাতি এ ভাইরাসটি ইরানের বিরুদ্ধে জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে তেহরান। ইরানের বিজ্ঞানী এবং গোয়েন্দা বিষয়ক বিশেষজ্ঞরা এ কাজে নেমেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। সোমবার করোনাবিরোধী লড়াইয়ে ইরানের জাতীয় সদর দফতরের অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত জেনারেল নাসরুল্লাহ ফাতিয়ান সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানি জনগোষ্ঠীর জেনেটিক গঠনকে কেন্দ্র করে এবং তাদের ওপর লেলিয়ে দেয়ার জন্য এ ভাইরাস তৈরি করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us