রাজধানীতে চৈত্রের প্রথম বৃষ্টি, থাকতে পারে সোমবার পর্যন্ত
প্রকাশিত: ২০ মার্চ ২০২০, ২১:৫১
রাজধানীর বিভিন্ন স্থানে চৈত্র মাসের প্রথম বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। একইসঙ্গে ঠান্ডা বাতাস বইছে। কয়েক দিনের গরমের পর করোনাভাইরাস আতঙ্কের মাঝেও বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে নগরজীবনে।শুক্রবার (২০ মার্চ) রাত ৯টা থেকে রাজধানী বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। করোনাভাইরাসের কারণে রাজধানীতে মানুষের চাপ কম থাকলেও কর্মক্ষেত্র থেকে বের হতে অনেককেই বেগ পেতে হয়েছে। বৃষ্টির প্রস্তুতি না থাকায় অনককেই ভিজতেও দেখা গেছে।আবহাওয়া অফিস বলছে, রাজধানীতে বৃষ্টি হচ্ছে। এছাড়া দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী রোববার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে শিলা বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে।’