বিষণ্ন বিকেল। অনেকটা স্বেচ্ছায় গৃহবন্দী! গৃহবন্দী মানুষগুলো চিরদিন জানালার কাছে ছুটে যায়, আমিও তাই। জানালার ধারে বাইরে তাকিয়ে আছি, জনমানবশূন্য পথের দিকে। হঠাৎ দেখি এলোমেলো চুলের এক যুবক এগিয়ে আসছেন আমার অ্যাপার্টমেন্টের দিকে। হাতে একটি বক্স। বক্স থেকে সাত রঙের সাতটি চক বের করে ফুটপাতে এঁকে দিলেন সাতটি ভালোবাসা চিহ্ন। যুবকের এঁকে দেওয়া আলপনাটি অদ্ভুতভাবে আমার বিষণ্ন মনকে নাড়া...