করোনা: বড় আকারে বিয়ে-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান চায় না সরকার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ২০:৩৪

করোনার মোকাবিলায় বিয়ে, ধর্মীয় ও সামাজিক কোনো অনুষ্ঠান বড় আকারে হোক সরকার এটা চায় না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা বলতে চাই সরকার বর্তমানে কোনো ধরনের পর্যটক বা কোনো ধরনের বেড়াতে যাওয়ায় সম্মতি দিচ্ছে না। আমাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন, বিয়ে, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সীমিত করা হোক। বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে করোনা ভাইরাস প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।   স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় ক্লাব, সিনেমা হল বন্ধ। আমরা চাই না বিয়ের অনুষ্ঠান সীমিত আকারে করতে হবে। এছাড়া বাস, রেল ও লঞ্চে যাত্রীররা যেন সীমিত আকারে যাতায়াত করে। একই সঙ্গে যাদের জ্বর আছে নবা অসুস্থ তারা কোনো ধরেনর যানবাহনে ভ্রমণ করবেন না। এছাড়া নির্বাচনী প্রচারণায় বড় বড় মিছিল বন্ধের জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে।  তিনি বলেন, আমরা চাই দেশবাসী নিরাপদে থাকুক। দেশে যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে। এজন্য সব মন্ত্রণালয় একযোগে কাজ করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী একনেক মিটিংয়ে অনেক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতেও আমরা কাজ করবো।  বিদেশ থেকে প্রবাসীরা এসে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে জানিয়ে তিনি বলেন, তারা বুঝতে পারছে না যে তাদের মাধ্যমেও করোনা ছড়াতে পারে। এতে তারা নিজের ও পরিবারের ক্ষতিসহ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কোয়ারেন্টিন ভেঙে তারা বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে মানুষকে আক্রান্ত করছেন। আবার দেখা গেছে, অনেক প্রবাসী ভুল তথ্য দিচ্ছেন তিনি কোথা থেকে আসছেন। তারা আক্রান্ত দেশ থেকে এলে তা লুকাচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us