দেশে ফিরেই দোকানদারি শুরু, দুই প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

এনটিভি প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ০৮:৫০

সরকারি নির্দেশনা অনুযায়ী বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টিনে  না থাকার কারণে দুই প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক তাদের উভয়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। একই সঙ্গে দুজনকে ১৭ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।নারায়ণগঞ্জের ফতুল্লার শিবুমার্কেট এলাকায় এক কুয়েত প্রবাসী ১০ দিন আগে এবং এক সৌদি প্রবাসী সাত দিন আগে দেশে ফিরেন। কুয়েত প্রবাসীর হার্ডওয়্যারের দোকান ও সৌদি আরব প্রবাসীর মুদির দোকান রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে না থেকে তাঁরা বেরিয়ে দোকানদারি করছিলেন। এ সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক অভিযান চালান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে দুই প্রবাসীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us