দেশের শেয়ারবাজারে বুধবারও বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৬৮ পয়েন্ট হারিয়েছে। সূচক পতনের হার ৪ দশমিক ৪৭ শতাংশ।তবে এমন পতনের আগে সকালে লেনদেনের শুরুতে সূচকটি ১০৭ পয়েন্ট বেড়ে ৩৮৮০ পয়েন্টে উঠেছিল। ওই অবস্থান থেকে পতন হিসাব করলে আজ সূচক হারিয়ে প্রায় ২৮৯ পয়েন্ট। করোনাভাইরাসের আতঙ্কেই দরপতন হচ্ছে বলে মনে করছেন শেয়ারবাজার বিশ্লেষকরা। গত সোমবারও এ সূচকের পতন হয়েছিল প্রায় ১৯৭ পয়েন্ট বা ৪ দশমিক ৯৬ শতাংশ।এ অবস্থায় বিকাল ৪টায় ডিএসইর পরিচালনা পর্ষদ বাজার বন্ধ করার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে। স্টক এক্সচেঞ্জটির পরিচালক মিনহাজ মান্নান ইমন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।