বঙ্গবন্ধুকে নিয়ে নিশিতা বড়ুয়ার গান ‘অসমাপ্ত জীবনী থেকে’
প্রকাশিত: ১৮ মার্চ ২০২০, ১৫:২০
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া নতুন একটি গান প্রকাশ করেছেন। গানটির শিরোনাম ‘অসমাপ্ত জীবনী থেকে’। ‘সাড়ে সাত কোটি সন্তান নিয়ে, দেশটাই যেন তাঁর বাড়ি/ প্রতিটি বাঙালি পরিচিত খুব, ঠিক যেন হাসু আর কামাল তারই/ হৃৎপিণ্ড তাঁর বদ্বীপের আঁকা, বুকজুড়ে মাখা ছিল এ মাটির ঘ্রাণ/ রবীন্দ্রমানসে গড়া তিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’—মুজিববর্ষ উপলক্ষে এমন কথায় সাজানো গান নিয়ে হাজির হয়েছেন নিশিতা। গানটির কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। ‘অসমাপ্ত জীবনী থেকে’ শিরোনামের গানটির সুর ও