জন্মদিনে বাবাকে নিয়ে কবিতা লিখেছেন রেহানা, আবৃত্তি করলেন হাসিনা

প্রথম আলো প্রকাশিত: ১৮ মার্চ ২০২০, ০৯:০২

জন্মদিনে বাবাকে নিয়ে এক আবেগময় কবিতা লিখেছেন ছোট মেয়ে শেখ রেহানা। কবিতার নামও ‘বাবা’। আর সেই কবিতা আবৃত্তি করে শোনালেন বড় মেয়ে শেখ হাসিনা। ‘জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে/ শুভেচ্ছা জানানো ছিল/ আমার সবচেয়ে আনন্দ।’—কবিতাটির শুরু এভাবেই। সেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা দুই বোন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম ঘাতকের বুলেটের ঝাঁক বিদীর্ণ করে দিয়েছিল সেই বক্ষ, যেখানে প্রগাঢ় ভালোবাসা ছিল সমগ্র বাঙালি জাতির জন্য। পিতার জন্মদিনের আয়োজনে তাঁকে হারানোর বেদনাকেই যেন আবার স্মরণ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ রেহানা ও শেখ হাসিনা। ‘বাবা’ নামের এই ৩১ পঙ্‌ক্তির কবিতা শেখ রেহানা রচনা করেছিলেন ২০১০ সালের ১৭ মার্চ বাবার ৯০তম জন্মদিনে। আর গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে কবিতাটি আবৃত্তি করে শোনালেন বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আবৃত্তি আগেই রেকর্ড করা হয়েছিল। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাবাকে নিয়ে লেখা ছোট বোনের কবিতাটি আবৃত্তি করছিলেন, তখন শেখ রেহানাও পাশে ছিলেন। পুরো কবিতাটি এখানে দেওয়া হলো: বাবাশেখ রেহানা জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়েশুভেচ্ছা জানানো ছিলআমার সবচেয়ে আনন্দ।আর কখনো পাবো না এই সুখআর কখনো বলতে পারবো নাশুভ জন্মদিন।কেন এমন হলো?কে দেবে আমার প্রশ্নের উত্তরকোথায় পাবো তোমায়...  যদি সন্ধ্যাতারাদের মাঝে থাকোআকাশের দিকে তাকিয়ে বলবোশুভ জন্মদিন।তুমি কি মিটি মিটি জ্বলবে?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us