nation: কেন্দ্রীয় সরকারের করোনা গাইডলাইন সত্বেও এ দিন সঙ্ঘের অখিল ভারতীয় কার্যকারিনী মণ্ডলের (ABKM) বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় ইস্যুগুলি নিয়ে বিরোধীরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছে তারা। CAA এবং NRC ইস্যুতে কেন্দ্রের উদ্যোগে রাষ্ট্রীয় স্বংয়সেবক সঙ্ঘ খুশি।