কংগ্রেসের বিজয়রাজে সিন্ধিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত অধ্যক্ষ এতদিনে মাত্র ৬ বিধায়কের (সকলেই রাজ্য সরকারের মন্ত্রী পদাসীন) পদত্যাগপত্র মঞ্জুর করেছেন।