মালয়েশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। দেশটিতে নতুন করে আরও ১৯০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৮ জনে। রোববার (১৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাতুক সেরি ডা. আধাম বলেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে তাবলীগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার মানুষ অংশ নেন। নতুন করে করোনায় আক্রান্তদের ৭৭ জন ওই ইজতেমার মুসল্লি ছিলেন। সম্পর্কিত খবর করোনা মোকাবিলায় সরকারের নজর নেই: রিজভীকরোনায় আক্রান্ত নতুন তিনজনই ইতালিফেরত ব্যক্তির স্ত্রী-সন্তানকরোনা: দেশের সকল সিনেমা হল বন্ধ হচ্ছে তিনি বলেন, সেদিনের তাবলীগ জামাতের কর্মসূচিতে যারা অংশ নিয়েছিল তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। যারা সেখানে গিয়েছিলেন তাদের কাছাকাছি জেলা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগের অনুরোধ করেছি। ডা. আধাম বলেন, ইজতেমায় অংশগ্রহণকারী এবং তাদের নিবিড় সংস্পর্শে আসা সবাইকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।