নোবেলজয়ী কলম্বিয়ার সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস ‘কলেরার দিনগুলোতে প্রেম’ নামের তুমুল এক প্রেমকাহিনি লিখেছিলেন। করোনা যখন আমাদের একে অপর থেকে দূরে ঠেলছে, তখনো আমরা অন্য অনেকভাবে কাছে থাকতে পারি। লিখেছেন ফারুক ওয়াসিফ।