news: কলকাতায় এখনও হানা দেয়নি করোনা। তাই বলে সতর্কতায় কোনও ফাঁক রাখতে রাজি নয় নবান্ন। দক্ষিণ আফ্রিকা দল করোনা আক্রান্ত দিল্লিতে না-গিয়ে কলকাতা হয়ে দেশে ফিরবে। এ জন্য তারা তাজে থাকতে চাইলেও নবান্ন তাতে রাজি হল না। ঠিক হয়েছে, রাজারহাটের হোটেলে রাত্রিবাস করবেন প্রোটিয়ারা।