না, কোনো খারাপ খবর শুনতে চাই না। বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। তবু ধরুন হঠাৎ খবর ছড়াল বাংলাদেশে করোনা আঘাত হেনেছে। আর আক্রান্ত সবাই একই ঘরানার। কেউ ব্যাংক ডাকাত, ঋণখেলাপির নামে অর্থ পাচারকারী, শেয়ার লুটেরা, আবার আছেন সন্ত্রাসী-জঙ্গিরাও।