স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন থেকে মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম বাদ দিয়ে সংশোধিত নতুন তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ নতুন করে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিক প্রকাশ করে। এর আগে জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২০ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করে গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ একটি তালিকা প্রকাশ করে। সাহিত্যে রইজ উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় বিভিন্ন মহল থেকে সমালোচনা আসার মধ্যে তালিকা থেকে নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করলো মন্ত্রিপরিষদ বিভাগ। সমালোচকরা তার কর্ম ও সাহিত্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা করে আসছিলেন।