মহামারী আকার ধারণ করেছে বর্তমান বিশ্বের আতঙ্ক করোনাভাইরাস। প্রতিনিয়ত তা ছড়িয়ে পড়ছে ভিন্ন ভিন্ন দেশে। বাংলাদেশেও পড়েছে এর প্রভাব। ছোট করে আনা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সকল অনুষ্ঠান। নির্ধারিত সময়ে হচ্ছে না এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি। এআর রহমানের কনসার্টও স্থগিত। এবার স্থগিত করা হলো দেশের অলিম্পিক খ্যাত বাংলাদেশ গেমসও।