জাতীয় মসজিদের স্বীকৃতি পাচ্ছে বায়তুল মুকাররম

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১১ মার্চ ২০২০, ১৯:৩০

মুজিববর্ষ উপলক্ষে ‘বায়তুল মুকাররম’ মসজিদকে জাতীয় মসজিদের স্বীকৃতি দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশন বছরজুড়ে যেসব কর্মসূচি গ্রহণ করেছে, এটি তার মধ্যে অন্যতম।
উল্লেখ্য, বায়তুল মুকাররম মসজিদকে জাতীয় মসজিদ বলা হলেও কাগজে কলমে এর কোনো দালিলিক স্বীকৃতি নেই। ফলে এ সংক্রান্ত একটি প্রস্তাবের সার-সংক্ষেপ অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। ইসলামিক ফাউন্ডেশন বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুজিববর্ষের কর্মসূচি ঘোষণা করে। অন্য কর্মসূচির মধ্যে মুজিববর্ষ উপলক্ষে বায়তুল মুকাররম মসজিদকে দৃষ্টিনন্দন, আধুনিক ও সুন্দর করে সাজানোর প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬-২০০১ মেয়াদে ভিত্তিপ্রস্তরকৃত বায়তুল মুকাররম মসজিদের মিনারের অসমাপ্ত কাজও সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us