করোনার কাঁপন এসে লাগছে চলচ্চিত্রাঙ্গনেও। উৎসব বাতিল, সিনেমা হলগুলোর প্রস্তুতি, এমনকি তারকাদের ছবির প্রচারেও থাবা বসিয়েছে এই বেরসিক ভাইরাস। করোনার প্রভাব এসে পড়েছে ক্রিম হেমসওর্থের ওপরও। শেষ মুহূর্তে বাতিল করলেন বিশ্বব্যাপী ‘এক্সট্র্যাকশন’ সফর। তাই ১৬ মার্চ ভারতের রাস্তায় দেখা যাবে না ‘থর’ অভিনেতাকে। ঢাকা নিয়ে নির্মিত নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ছবির প্রচারে আসার কথা ছিল তাঁর এবং ছবির পরিচালক স্য