দামি গাড়ির চালকদের ট্রাফিক আইন না মানার প্রবণতা বেশি কেন
প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ২০:০২
জেব্রা ক্রসিং দিয়ে কোনো পথচারী রাস্তা পার হলে চালকেরা গাড়ির গতি কমিয়ে দেন, প্রয়োজন হলে দাঁড়িয়েও যান। রাস্তায় চলাচলের এটিই নিয়ম। উন্নত দেশে পথচারীদের এভাবেই সমীহ করা হয়। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, দামি গাড়ির চালকেরা এমন সমীহের ধার ধারেন না। এমনকি ট্রাফিক আইন ভঙের প্রবণতাও তাদের মধ্যে বেশি। অহঙ্কার, শ্রেষ্ঠত্বের অনুভূতি ও আত্মকেন্দ্রিকতাই এমন আচরণের কারণ বলে মনে করছেন গবেষকরা। লাস ভেগাসের নেভাডা ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন, দামি গাড়ির মালিকেরা রাস্তায় চলাচলকারী অন্যদের তুলনায় নিজেদের বেশি মর্যাদাবান মনে করেন। তারা হেঁটে চলাচলকারীদের প্রতি সহানুভূতি দেখাতে প্রায়ই ব্যর্থ হোন। গাড়ির দামের সঙ্গে আচরণের তুলনামূলক একটি বিশ্লেষণ করে দেখা যায়, গাড়ির দাম প্রতি ১ হাজার ডলার বাড়লে রাস্তা পারপারকারীকে দেখে গতি কমিয়ে আনার সম্ভাবনা ৩ শতাংশ করে কমে।চালকদের আচরণ বিশ্লেষণ করতে গবেষকরা স্বেচ্ছাসেবকদের কয়েকশবার রাস্তা পার হতে বলেন। ওই সময়ে তারা গাড়ির চালকদের প্রতিক্রিয়াগুলোর ভিডিও ধারণা করে পরে সেগুলো বিশ্লেষণ করেন।