করোনা ইস্যুতে বন্দরগুলোতে বসেছে ৫টি নতুন স্ক্যানার
প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ১৬:১০
ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে দেশে গুরুত্বপূর্ণ কিছু বিমান, সমুদ্র ও স্থলবন্দরে নতুন করে ৫টি স্ক্যানার মেশিন বসানো হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআর-এর কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সোমবার বিকেল থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান, সমুদ্র, স্থলবন্দরগুলোতে বিদেশ থেকে আগত সব যাত্রীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। নতুন ৫ স্ক্যানারের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি, চট্টগ্রাম সমুদ্র বন্দরে একটি ও বিমানবন্দরে একটি, বেনাপোল বন্দরে একটি, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্থাপন করা হয়েছে। এর আগ পর্যন্ত শাহজালালে একটি স্ক্যানার বসানো ছিল। বিদেশ থেকে আগতদের স্ক্যানিং করা প্রসঙ্গে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায় প্রথম দিকে শুধু ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সে দেশ থেকে আগত যাত্রীদের স্ক্যানিং করা হতো।