‘শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়’র নাম পরিবর্তন

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মার্চ ২০২০, ১৪:১৩

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের নামে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন ‘শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়’ এর নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়’ রাখা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।   রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।   শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন। কর্মকর্তারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত নেন। এসময় তারা বিদ্যালয়ের নাম পরিবর্তনের মতামত দেন।   দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান তাদের মতামতের সঙ্গে একমত পোষণ করেন এবং নাম পরিবর্তন করে ‘ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়’ নামকরণের বিষয়ে সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠান। তার সুপারিশের ভিত্তিতে রোববার এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।   শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, গতবছর এই প্রতিষ্ঠানটিও এমপিওভুক্ত করা হয়েছিল। কিন্তু বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি তোলা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us