পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের স্থান কুয়াকাটা। পর্যটনশিল্পকে বিকাশের লক্ষ্যে সরকার ২০০৬ সালে সেখানে নির্মাণ করে সৈকতলাগোয়া ইকোপার্ক। ২০১০ সালে এটিকে ‘কুয়াকাটা জাতীয় উদ্যান’ ঘোষণা করা হলেও পর্যটনবান্ধব করে একে সাজাতে পারেনি কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত হয়ে ইতিমধ্যে এ উদ্যানের দুই-তৃতীয়াংশ অংশ বিলীন হয়ে গেছে। ফলে পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণ হারাচ্ছে কুয়াকাটা।