বাজে টাইমিংয়ের কারণে জামালপুর এক্সপ্রেসে উঠছেন না যাত্রীরা
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ১৬:২১
অনেক অপেক্ষা আর আন্দোলনের পর নতুন ট্রেন পেয়েছে জামালপুরবাসী। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে চলাচলকারী ট্রেনটির নাম 'জামালপুর এক্সপ্রেস'। ইন্দোনেশিয়া থেকে সদ্য আমদানিকৃত ১৩টি ব্র্যান্ড নিউ কোচ দিয়ে গত ২৬ জানুয়ারি ট্রেনটির উদ্বোধন করা হয়। কিন্তু এই স্বপ্নের ট্রেনটি এখন জামালপুরবাসীদের গলার কাঁটা। এর টাইমটেবিল এবং রানিং টাইমিং এতটাই বাজে যে, যাত্রীরা আগ্রহ হারিয়েছেন নতুন ট্রেনে। এই রুটে প্রচণ্ড যাত্রীচাপ থাকা সত্ত্বেও ট্রেনটি অনেকাংশেই ফাঁকা থাকে। রেলের ওয়েবসাইট অনুযায়ী, বেলা সাড়ে ১০টায় জামালপুর এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছেড়ে এসে ৪.০৫ মিনিটে জামালপুর স্টেশনে পৌঁছায়। রানিং টাইম সাড়ে পাঁচ ঘণ্টার বেশি। নামে আন্তঃনগর হলেও প্রায় প্রতিটি স্টেশনে থেমে যায় ক্রসিংয়ের জন্য।