মালয়েশিয়ার লোকগল্পে, বিশেষ করে শিশুতোষ গল্পে, বুদ্ধিমান এক হরিণের দেখা মেলে। সেই ছোট্ট হরিণ তার বুদ্ধিবলে বনের হিংস্র পশুদের হাত থেকে নিজেকে যেমন রক্ষা করে, ঠিক তেমনি অন্য প্রাণীদেরও জীবন বাঁচিয়ে দেয়। এই ছোট্ট হরিণ মালয়েশিয়ার শিশুদের কাছে দারুণ জনপ্রিয়। ২০০৭ সালের ২৬ জুন মালয়েশিয়ার ডাক বিভাগ তাদের শিশুতোষ লোকগল্প নিয়ে এক সেট ডাকটিকিট প্রকাশ করে। সেই সেটের দুটি ডাকটিকিটের গল্প নিয়ে এবারের আয়োজন।...