মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব বেলাগাঁও গ্রামে ফসলের জমিতে ছিটানো কীটনাশক খেয়ে দেশি প্রজাতির ১৫০টি হাঁস মারা গেছে—এটি একটি উদ্বেগজনক খবর। কারণ, হাঁসের মৃত্যু দেখা যাচ্ছে; ওই সব জমির পানি ও মাটিতে আরও কত অজস্র অণুজীব কীটনাশকের অতিরিক্ত বিষাক্ততায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি না।
এ দেশে ফসলের জমিতে বরাবরই কীটনাশক ব্যবহার করা হয়, কিন্তু তার ফলে একসঙ্গে এতসংখ্যক হাঁস বা অন্য...