উৎপাদন বন্ধ সত্ত্বেও দরবৃদ্ধিতে শীর্ষে সেন্ট্রাল ফার্মা
প্রকাশিত: ০৭ মার্চ ২০২০, ০১:০০
তিন মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। তার পরও কোম্পানিটির শেয়ারদর টানা বেড়ে চলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক মাসে শেয়ারটির দর বেড়েছে ৯৪ শতাংশ। এমনকি কোম্পানিটি গত সপ্তাহে দরবৃদ্ধির তালিকায় (সমাপনী দরের ভিত্তিতে) শীর্ষে অবস্থান করছে। সর্বশেষ পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২১ শতাংশ।