বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকরা নিপীড়নের শিকার: মার্কিন প্রতিবেদন
প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ২১:০৪
বাংলাদেশে রানা প্লাজা ধসের সাত বছর পরও গার্মেন্ট কারখানাগুলোতে শ্রমিক নিপীড়ন বেড়েছে। বিশেষ করে নারী শ্রমিকরা নিপীড়নের শিকার হচ্ছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফরেন রিলেশন্স কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। প্রতিবেদনটি তুলে ধরেছেন প্রভাবশালী ডেমোক্র্যাট সিনেটর বব মেনেন্দেজ। এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে চাননি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, পুরো প্রতিবেদন পাঠ করার পর রবিবার (৮ মার্চ) প্রতিক্রিয়া জানানো হবে।