নিউইয়র্কের জ্যাকসন হাইটসে রিপেয়ার জগতের অনন্য প্রতিষ্ঠান জয় টেক। আর এ রিপেয়ার করেন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খুব পরিচিতি মুখ শ্যামল নাথ। কঠোর পরিশ্রমী এবং অসাধারণ উদীয়মান এক তরুণ। মোবাইল ও কম্পিউটারের কোন বিড়ম্বনা দেখা গেলেই সবাই ছুটে যায় জয় টেকের শ্যামলের কাছে। সমাধান মেলে খুব দ্রুত। সামান্য পয়সা খরচ করলেই দামি মোবাইল, কম্পিউটার আবার চালু হয়ে যায়। এ সুযোগ আগে খুব...