গার্মেন্টস শিল্পে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার দাবি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ১৩:১৭

গার্মেন্টস শিল্পসহ প্রাইভেট সেক্টর মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, সরকার পাবলিক সেক্টরের মাতৃত্বকালীন ছুটি ইতোমধ্যে ঘোষণা ও কার্যকর করেছে। কিন্তু দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি গার্মেন্টসহ প্রাইভেট সেক্টরে মাতৃত্বকালীন ছুটি এখনো চার মাস। তাই অবিলম্বে গার্মেন্টসহ প্রাইভেট সেক্টরে মাতৃত্বকালীন ছুটি পাবলিক সেক্টরের মতো ছয় মাস করতে হবে। বক্তারা বলেন, নারীর প্রতি সব সহিংসতা ও হয়রানি বন্ধের জন্য আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি তারা দাবি জানান। এ ব্যাপারে সব সংগঠন ও জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- নারী শ্রমিক নেতা আরিফা আক্তার, সাদিয়া পারভীন, আলিয়া বেগম, নাসিমা আক্তার, ইসরাত জাহান, সামিয়া আক্তার প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us