মহাসড়কে অভিযান, ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৬ মার্চ ২০২০, ০৩:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার সদরে অভিযান চালিয়ে সাত মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য এ জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ডিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, বিকেলে জেলার সদর উপজেলার রামরাইল এলাকার মল্লিকা ফিলিং স্টেশনের পাশে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কে যানবাহনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, ইন্স্যুরেন্সের কাগজপত্র ও সুপারভাইজার কার্ড না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪, ৫, ১৪, ১৬ ও১৭ ধারা লঙ্ঘনের অপরাধে পৃথক সাত মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us