বগুড়ার ঐতিহাসিক ভাসুবিহারে প্রত্নতাত্ত্বিক খননে ৬ষ্ঠ থেকে ৭ম শতাব্দীর বিলুপ্ত সভ্যতার বসতি চিহ্ন, স্থাপত্য কাঠামো ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অস্তিত্ব মিলেছে। মিলেছে পোড়ামাটির তৈরি গৌতম বুদ্ধের প্রতিকৃতি অঙ্কিত টেরাকোটা, পোড়ামাটির রাজহংসের প্রতিকৃতি অঙ্কিত ফলক এবং অলংকৃত ইট। চীনের পর্যটক হিউয়েন সাঙ ৬৩৯ থেকে ৬৪৫ সালে সম্রাট হর্ষবর্ধনের আমলে ভাসুবিহার ভ্রমণে এসে এখানে পো-সি-পু মানে...