‘জুয়া খেলা বন্ধ থাকবে, তবে আপাতত ক্লাবগুলোতে অভিযান নয়’
প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১১:৪৯
অভিজাত ১৩ ক্লাবসহ সারা দেশে অর্থের বিনিময়ে জুয়া খেলা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেননি আপিল বিভাগ। তবে আপিল নিষ্পত্তি না হাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লাবগুলোতে অভিযান চালাতে পারবে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার ক্লাবগুলোর লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ক্লাবগুলোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমির উল ইসলাম, ব্যারিস্টার তানিয়া আমির ও ব্যারিস্টার সুমাইয়া আজিজ। এর আগে গত ১০ ফেব্রুয়ারি যথাযথ…