অহনা যে কারণে অভিনয় কমিয়ে দিলেন

সমকাল প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ১২:০১

সময়টা বড্ড এলোমেলো যাচ্ছে। প্রবাদে আছে, সকালের সূর্য নাকি সারাদিনের পূর্বাভাস দেয়। কিন্তু এ রোদ-বৃষ্টির শহরে প্রকৃতি যেন এসব তত্ত্বকথা কোনোভাবেই আমলে নেয় না। অভিনেত্রী অহনাও এ ক্ষেত্রে যেন প্রকৃতির সঙ্গে সন্ধি স্থাপন করেছেন। 'কী হবে আর কী হবে না'- এসব ভাবনার বালাই তিনি করেন না। অভিনয় অন্তপ্রাণ মানুষটি যেন নিরন্তর শিল্পে বেঁধেছেন ঘর। তাই তো অভিনয়জীবনের দীর্ঘসময় পার করলেও তিনি এক ও অভিন্ন। অবশ্য নানা রূপে, নানা চরিত্রে দর্শকের সামনে আসা অহনা কিন্তু সহজেই মানুষের মনের অন্তস্তলে স্থান পাননি। তিলে তিলে নিজেকে করেছেন পরিণত। অতীতের সব পিছুটান ছিন্ন করে এগিয়ে চলছেন আগামীর পথে। এ এগিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দৃঢ়সংকল্প। ভালো করার তাগিদ অহনাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। সেজন্য দর্শকও তাকে ভালোবেসেছেন। আর সে ভালোবাসার প্রতিদান দিতেও অহনা পিছপা হতে চান না। সেজন্য তিনি ছুটে চলছেন প্রতিনিয়ত নতুন চরিত্রের খোঁজে। যার মাধ্যমে দর্শক প্রতিনিয়ত সম্পূর্ণ অন্য এক অহনাকে আবিস্কার করতে পারেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন 'সদরঘাটের টাইগার' ওয়েব সিরিজে। এ ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেছি। এর গল্পটি অসাধারণ, যা অন্য ওয়েব সিরিজ থেকে এটিকে আলাদা করেছে। এতে আমাকে দেখা যাবে বিধবা এক নারীর চরিত্রে। 'রত্না' নামে এ নারী চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সুমন আনোয়ার পরিচালিত এ ওয়েব সিরিজে অভিনয় করে আমিও বেশ তৃপ্ত। নতুন এ মাধ্যমে অভিনয় করতে গিয়ে কিছু ভিন্নতা চোখে পড়েছে। ওয়েব সিরিজের কনটেন্ট কিছুটা ভিন্ন ধরনের। টিভি নাটকের চেয়ে এর বাজেটও বেশি। অনেক সময় নিয়ে দৃশ্যধারণ করা হয়। অনেক যত্নের ছাপ থাকে। তাই এ মাধ্যমে বেশ আগ্রহ নিয়েই অভিনয় করছি। ইদানীং অহনাকে অভিনয়ের উঠোনে তেমন একটা পাওয়া যায় না। অভিনয়ের বাইরে ব্যস্ততা কী নিয়ে? অভিনয়ের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হয়েছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us