কুষ্টিয়া: খাদ্যশস্যে ধানের পরেই রয়েছে গমের অবস্থান। কুষ্টিয়ায় এক সময়ে বিপুল পরিমাণে গম চাষ হতো। তবে ব্লাস্ট রোগের আক্রমণ এবং তামাকের দাপটে পিঁছু হটতে বাধ্য হয় গমের আবাদ। ব্লাস্ট রোগের আক্রমণের ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয় গম চাষিরা। এর পরেই বেশ কয়েকবছর মুখ ফিরিয়ে নেয় তারা। তবে বিগত বছরের তুলনায় এবছর কুষ্টিয়ায় রেকর্ড পরিমাণ গম চাষ হয়েছে। বলা চলে গমের সুদিন ফিরেছে কুষ্টিয়ায়।