মেয়েদের জন্য ক্যাডেট কলেজ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আপাতত সকারের নেই বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া আরও একটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং আর্মড ফোর্সেস মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশও প্রত্যাখ্যান করা হয়েছে। তবে দেশে বিদ্যমান ক্যাডেট কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার (৪ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ তথ্য জানায় মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নুরুন্নাহার চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনে আরও বলা হয়, ক্যাডেট কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সম্প্রসারণ কাজ শেষ হলে ফেনী ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের বর্তমান ক্যাডেট সংখ্যা তিনশ থেকে সাড়ে চারশতে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করা হবে। তবে, সরকারি সিদ্ধান্ত গৃহীত হলে অন্যান্য ক্যাডেট কলেজসমূহের আসন সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। এর আগে কমিটির বৈঠকে মেয়েদের ক্যাডেট কলেজের সংখ্যা বাড়ানোসহ শিক্ষার্থী ভর্তির কোটা বাড়ানোর সুপারিশ করা হয়। এ সুপারিশের ভিত্তিতে প্রতিবেদন উত্থাপন করে মন্ত্রণালয়।