‘ভারতের অবদানের কথা ভেবে নরেন্দ্র মোদির আগমন বিবেচনা করা উচিত’
প্রকাশিত: ০৩ মার্চ ২০২০, ২০:০১
মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা ভেবে মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির আগমনের বিষয়টি সবাইকে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ মঙ্গলবার দুপুরে ৩ দিনের সফরে লালমনিরহাট যাওয়ার পথে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।জিএম কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করেছিল ভারত। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের জনগণের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর শতবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।